সংবাদদাতা: ডিকন জের্ভাস গাব্রিয়েল মুরমু
সেন্ট রীটাস্ হাইস্কুল, মথুরাপুরে অনুষ্ঠিত হলো সিস্টার মেরী রিনা খ্রিস্টেল, এসএমআরএরের বিদায় ও ফাদার পিউস গমেজের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। ২৩ অক্টোবর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফাদার দিলীপ এস. কস্তা, সেক্রেটারী, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন, বিশেষ অতিথি আবু নাসের চৌধুরী, চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার, প্রতিষ্ঠানের সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডী ও মথুরাপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বার্নাড রোজারিও।
শুভেচ্ছা বক্তব্যে ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, বিদ্যালয় হলো মানুষ গড়ার কারিগর। এখান থেকে আমরা ফুলের সুবাস ছড়িয়ে দিতে পারি এবং মানুষের জীবন বদলাতে পারি। তিনি আরো বলেন, সিস্টার মেরী খ্রিস্টেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ প্রায় চার বছর এই স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্বরত ছিলেন এবং সুন্দরভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছেন। ফাদার দিলীপ এস. কস্তা বলেন, বিদায় একটি আবেগময় মুহুর্ত, যেখানে আমরা প্রিয়জনদের বিদায় জানাই এবং তাদের জন্য শুভকামনা প্রকাশ করি, তাদের অবদানের কথা স্মরণ করি।
সিস্টার মেরী খ্রিস্টেল বলেন, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও সেবাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ প্রায় চার বছর এই প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলাম। এই দায়িত্ব আপনাদের সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। ফাদার পিউস গমেজ বলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুন্দরভাবে আমাকে বরণ করার জন্য। আমি আশাবাদী আপনারা আমাকে সাহায্য-সহযোগিতা করবেন।




