সংবাদদাতা: অর্নেট ব্লেইজ পেরেরা
সাধু ফ্রান্সিস জেভিয়ার ধর্মপল্লী, ফৈলজানাতে ধর্মীয় মর্যাদা, আনন্দ এবং কৃতজ্ঞতার আবহে অনুষ্ঠিত হলো নব অভিষিক্ত ভ্রাতৃদ্বয় ফাদার অনু যোয়াকিম গমেজ ও ফাদার নয়নে যোসেফ গমেজ, সিএসসি’র ধন্যবাদ খ্রিস্টযাগ। ২২ নভেম্বর গির্জা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। বিপুল সংখ্যক খ্রিস্টভক্ত ও ফাদার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
খ্রিস্টযাগের উপদেশে বিশপ ইম্মানুয়েল রোজারিও বলেন, “আমি তোমাকে জানি, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে প্রেরণ করছি”- এই বাক্যের মাধ্যমে তিনি ঈশ্বরের আহ্বান, নির্বাচন ও প্রেরণের মহিমা তুলে ধরে তাঁদের দায়িত্বশীল ও সেবামুখী পথচলার আহ্বান জানান।
খ্রিস্টযাগের পর স্মরণিকা ‘ঐশ অনুগ্রহে’র মোড়ক উন্মোচন করা হয়। এই প্রকাশনার মধ্য দিয়ে গির্জার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক যাত্রায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। মোড়ক উন্মোচন শেষে নব অভিষিক্ত দুই পুরোহিতকে ঘিরে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান।
নব অভিষিক্ত ফাদার নয়ন যোসেফ গমেজ, সিএসসি বলেন, আমরা দুই ভাই একই দিনে যাজকীয় অভিষেক লাভ করেছি। ঈশ্বর ও ধর্মপল্লীবাসীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা আমাদের দুইভাইয়ের জন্য প্রার্থনা করবেন; যেন আমরা যাজকীয় মর্যাদা ধরে রাখতে পারি।




