সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন
প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়া’র অন্তর্গত সাহাপুর গ্রামে নব নির্মিত গির্জাঘর আশীর্বাদ, উদ্বোধন এবং তেরজনকে বাণীপাঠক ও বেদীসেবার দায়িত্ব প্রদান করা হয়। ৩০ নভেম্বর নব নির্মিত গির্জাঘর উৎসর্গ করা হয় দীক্ষাগুরু সাধু যোহনের নামে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও।
সাঁন্তালী দারাম ও পা ধোয়ানোর মধ্য দিয়ে বিশপ ও ফাদারদের বরণ করে নেওয়া হয়। বিশপ উপদেশে বলেন, ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে এই গ্রামের খ্রিস্টভক্তগণ একটি পাকা গির্জাঘর পেয়েছে। আমাদের এই মন্দির শুধু পাকা হলেই চলবে না; আমরা যারা জীবিত মন্দির ও পবিত্র আত্মার দেহমন্দির আমরা যেন খ্রিস্টবিশ্বাসের পাকা এবং পরিপক্ক হতে পারি। আমাদের বিশ্বাস দেখে যেন অন্যরা আলোকিত হতে পারে।
খ্রিস্টযাগের পর ধন্যবাদ জ্ঞাপনানুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুরমু গির্জাঘর তৈরীর জন্য পোপীয় বিশ্বাস বিস্তার সংস্থা, বিশপ মহোদয়, উপকারী বন্ধুগণসহ যারা এই গির্জাঘর তৈরীর সঙ্গে জড়িত ছিলেন তাঁদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা গির্জাঘরের জমিদাতা সাধু সামুয়েল মুর্মু, দুলালী কিস্কু ও খ্রিস্টভক্তদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।




