সংবাদদাতা: অর্ণেট ব্লেইজ পেরেরা
ফৈলজানা ধর্মপল্লীতে আনন্দ ও আধ্যাত্মিক উচ্ছ্বাসের মধ্য দিয়ে পালিত হলো ধর্মপল্লীর প্রতিপালক সাধু ফ্রান্সিস জেভিয়ারের পর্বদিবস। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত পর্বীয় খ্রিস্টযাগে চৌত্রিশ জনকে হস্তার্পণ সংস্কারও প্রদান করা হয়। এছাড়াও আগেরদিন ফৈলজানার চাচকিয়া উপধর্মপল্লীতে আরো সাতজন হস্তার্পণ সংস্কার গ্রহণ করে।
পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও । আরো উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল পুরোহিতসহ আরো ৪জন যাজক। বিশপ জের্ভাস রোজারিও উপদেশে বলেন, হস্তার্পণ সংস্কার শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের বিশ্বাসের পরিপক্বতার প্রকাশ। আজ তোমরা পবিত্র আত্মার বিশেষ অনুগ্রহ গ্রহণ করলে, যা তোমাদের জীবনে সাহস, প্রজ্ঞা, ভালোবাসা ও সত্যের আলো ছড়িয়ে দেবে। এই বিশ্বে আমরা অনেক প্রতিকূলতার মুখোমুখি হই, কিন্তু খ্রিস্টানরা প্রতিকূলতার মাঝেও আলো ছড়ায়, ক্ষমা করে, ভালোবাসা দেয় এবং অন্যের পাশে দাঁড়ায় , এটাই আমাদের খ্রিস্টিয় পরিচয়।
বিশপ আরো বলেন, এই পর্ব দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা সবাই ধর্মপল্লীর সদস্য হিসেবে একে অপরের জন্য দায়িত্বপ্রাপ্ত। পরিবার, সমাজ ও ধর্মপল্লীতে সক্রিয় ভূমিকা রাখা এবং ঈশ্বর প্রদত্ত প্রতিভা দিয়ে ধর্মপল্লীর সেবা করা আমাদের সবার কর্তব্য।




