সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায়

রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ার ধর্মপল্লীগুলোর অংশগ্রহণে ভূতাহারা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো খ্রিস্ট জন্মজয়ন্তী সমাপনী অনুষ্ঠান। ১৭ জানুয়ারী ১২টি ধর্মপল্লীর মোট ২১ জন ফাদার, ১৩ জন সিষ্টার এবং খ্রিস্টভক্তসহ সর্বমোট ১৮৫ জন অংশগ্রহণ করেন।

উদ্বোধন প্রার্থনা, গান, উদ্বোধনী নাচ, খ্রিস্টজন্মের অভিনয় তুলে ধরেন ভূতাহারার যুবক-যুবতীগণ। ‘আশার তীর্থযাত্রা’ মূলসুরের আলোকে বক্তব্য উপস্থাপন করেন ফাদার বকুল আলবার্ট ক্রুশ। খ্রিস্টযাগের পূর্বে জুবিলী ক্রুশ আশির্বাদ ও উদ্বোধন করেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ফাদার লুইস পেরেরা, ফাদার সুশান্ত ডি’কস্তা, ফাদার মাইকেল কোড়াইয়া ও ফাদার বাবলু কোড়াইয়া।

সহার্পিত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ভিকার জেনারেল ফাদার ফবিয়ান মারাণ্ডী। উপদেশে তিনি বলেন, জুবিলী বর্ষ শেষ কিন্তু খ্রিস্টভক্ত হিসেবে আমাদের আশার তীর্থযাত্রা সদা চলমান। অনুষ্ঠানের বক্তব্যে কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক ড. আরোক টপ্য বলেন, আন্ধারকোঠা ধর্মপল্লীতে জুবিলী বর্ষের আরম্ভ-অনুষ্ঠান থেকে শুরু করে আজ ভূতাহারায় জুবিলী সমাপনী অুনষ্ঠানে থাকতে পেরে আমি আনন্দিত। জুবিলীবর্ষে সব জায়গায় সবার মাঝে আনন্দ-উৎসাহ-উদ্দীপনা দেখতে পেয়েছি। ফাদার সুশীল লুইস পেরেরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং গৃহীত সংকল্প ‘আমাদের মণ্ডলী: উপাসনায় সক্রিয় অংশগ্রহণ ও আমাদের দায়িত্ব’ বিষয়টি মনে রাখতে ও বাস্তবায়ন করতে সকলকে আহ্বান জানান।

Please follow and like us: