সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়

শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী ভূতাহারাতে শিশুমঙ্গল দিবস পালন করা হয়। ১৮ জানুয়ারী শিশুমঙ্গল রবিবারে খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগের উপদেশে তিনি শিশুদের প্রতি প্রভু যিশুর ভালবাসার কথা উল্লেখ করে ফাদার, সিস্টার, কাটেখিস্ট, শিক্ষকমণ্ডলী ও পিতামাতাগণকে শিশুদের যত্ন নিতে ও বিশ্বাসের আলোতে শিক্ষা দিতে আহ্বান জানান।

খ্রিস্টযাগের পরে ছিল প্রার্থনা শিক্ষা, প্রার্থনা প্রতিযোগিতা, শিশুদের অংশগ্রহণে নাচ-গান ও অভিনয়। শিশুমঙ্গল দিবসে বিভিন্ন গ্রাম থেকে ১৮৫ জন শিশু অংশগ্রহণ করে।

Please follow and like us: