সংবাদদাতা: আন্তনী সজীব কুলেন্তুনু

সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ বনপাড়াতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে এবং সকল শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে যথাযথ ভাবগাম্ভীর্য এবং আনন্দঘন পরিবেশে আয়োজিত হলো বিদ্যার দেবী সরস্বতীর সরস্বতী পূজা। ২৩ জানুয়ারি (৯ই মাঘ) সকল হিন্দুধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী উপোস রেখে সকাল থেকেই ভক্তিভরে পূজা ও বাণী অর্চনায় অংশগ্রহণ করেন। এরপর ভোগ ও প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার অনুষ্ঠানিকতার সমাপ্তি হয়।

পূজায় আসা শিক্ষার্থীদের একজন অনুভূতি প্রকাশ করে বলেন, আজকে অমরা অনেক আনন্দিত যে আমাদের বিদ্যালয়ে বিদ্যার দেবী সরস্বতীর পূজা আয়োজন করা হয়েছে। আমরা আজকে ভক্তি ভরে মায়ের কাছে চেয়েছি যেন তিনি আমাদের আশির্বাদ করেন। আমরা যারা বিদ্যালাভ করতে সারাবছর পড়ালেখা করি তারা সকলেই যেন বিদ্যা-শিক্ষায়, জ্ঞানে গরীমায় সিদ্ধ হয়ে উঠতে পারি।

এছাড়াও অংশগ্রহণকারী সকলেই সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজে ভবিষ্যতে এ ধরণের আয়োজনে সেন্ট যোসেফস প্রাঙ্গণ মেতে উঠবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Please follow and like us: