নবাইবটতলায় রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থোৎসব- ২০২০ উদ্যাপন
বরেন্দ্রভূমির তীর্থস্থান নবাইবটতলা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল কোড়াইয়াকে রক্ষাকারিণী মা মারীয়ার তীর্থে খ্রিস্টভক্তদের উপস্থিতি ও আধ্যাত্মিকতা সমন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেন, ভক্তবিশ্বাসীদের মধ্যে রক্ষাকারিণী মা মারীয়ার প্রতি দিন দিন ভক্তি-বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। বিগত বছরের চেয়ে এ বছরে তীর্থযাত্রীদের উপস্থিতির পরিমাণ আরো বেশী লক্ষ্যণীয় ছিলো। আর এ থেকে বুঝা যায় যে, মানুষের মধ্যে ধর্মীয় চেতনা […]