রহনপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস
গত ৭ থেকে ১২ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্দ্যেগে রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস। এই বছর ধর্মপ্রদেশীয় যুব দিবসের মূলসুর ছিলো, “আমি প্রভুর দাসী! আপনি যা বলেছেন, আমার তা-ই হোক” (লুক ১:৩৮)। উক্ত যুব দিবসে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১০৬ জন। এছাড়াও, ১ জন বিশপ, ৩ জন ফাদার, […]