প্রতিবন্ধী ভাই-বোনদের প্রায়শ্চিত্তকালীন বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা
বিগত ২১ থেকে ২৪ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে, সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লীতে ধর্মপ্রদেশীয় প্রতিবন্ধী ভাই-বোনদের বার্ষিক সমাবেশ ও বিশ্বাসের তীর্থযাত্রা করা হয়। “প্রভুতে আনন্দ করো, আর নেই কোন ভয়” এই মূলসুরের উপর ভিত্তি করে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ২৭০ জন প্রতিবন্ধী ভাই-বোনের অংশগ্রহণে রাজশাহী প্রতিবন্ধী হাউজ স্নেহনীড় ও কারিতাসের সহায়তায় এ বছরের প্রায়শ্চিত্তকালের প্রতিবন্ধী […]