নাটোর মরিয়ম স্কুলে উদযাপিত হলো গৌরব ও সফলতার ২৫ বছর
২২ ফেব্রুয়ারি ২০১৯ খ্রিস্টাব্দে, মহাসমারহে নাটোর ঝাউতলায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মরিয়ম স্কুল প্রতিষ্ঠার গৌরব ও সফলতার ২৫ বছর উপলক্ষ্যে রজত জয়ন্তী উৎসব। উদ্বোধণী অনুষ্টানে স্কুলের সভাপতি ও জুবিলী কমিটির প্রধান সমন্বয়কারী ফাদার হিউবাট বিকাশ রিবেরু বলেন, জয়ন্তী উৎসব মূলতঃ ধন্যবাদ-কৃতজ্ঞতা ও আনন্দের উৎসব। ফাদার বিকাশ রিবেরু, আর.এন.ডি.এম সিস্টারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কারণ জাতি, বর্ণ, […]














