নবাই বটতলা ধর্মপল্লীতে প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণ অনুষ্ঠান
সংবাদদাতা: ফাদার লিংকন কস্তা নবাই বটতলা ধর্মপল্লীতে ১২ অক্টোবর ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের ৮৬জন প্রার্থীকে প্রথম খ্রিস্টপ্রসাদ প্রদান করা হয়। উক্ত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পাল পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন। অনুষ্ঠানের পূর্বে প্রার্থীগণ পাপস্বীকার সংস্কার গ্রহণের মধ্য দিয়ে নিজেদেরকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে। খ্রিস্টযাগের শেষে প্রার্থীদের প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণের স্মারক চিহ্ন ও ক্রুশ উপহার প্রদান করা হয়। […]