রাজশাহী ধর্মপ্রদেশে যাজকদের জন্য অনুষ্ঠিত হয়েছে সুরক্ষা বিষয়ক সেমিনার
বরেন্দ্রদূত সংবাদদাতা খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে রাজশাহী ধর্মপ্রদেশে কর্মরত যাজকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সুরক্ষা বিষয়ক অর্ধদিবসব্যাপী সেমিনার। ৭ জানুয়ারি অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও ও সাতান্নজন যাজক। শিশু, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সুরক্ষা বিষয়ে আলোচনা করেন নটর ডেম কলেজের অধ্যাপক ও বাংলাদেশ কাথিলিক বিশপ কনফারেন্সের অধীনস্থ বিশপীয় ন্যায় ও শান্তি কমিশনের […]














