বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো দম্পতি সেমিনার
সংবাদদাতা: ফাদার শ্যামল জেমস গমেজ “পরিবার: খ্রিস্টিয় জীবনের উৎস” মূলসুরকে কেন্দ্র করে লূর্দের রাণী ধর্মপল্লী, বনপাড়ায় অনুষ্ঠিত হলো দম্পতি সেমিনার। ৩১ অক্টোবর বনপাড়া ধর্মপল্লীর পরিবার কল্যাণ পরিষদের উদ্যোগ এবং রাজশাহী ধর্মপ্রদেশের পরিবার জীবন কল্যাণ পরিষদের সহযোগিতায় অর্ধদিনব্যাপী এই সচেতনতামূলক সেমিনার শুরু হয় প্রার্থনা, বাণীপাঠ, স্বাগত নৃত্য এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে। সেমিনারে ১১০ দম্পতি অংশগ্রহণ করেন। […]














