রাজশাহী ধর্মপ্রদেশের কাথিড্রালে অনুষ্ঠিত হলো যাজকীয় অভিষেক অনুষ্ঠান
বরেন্দ্রদূত সংবাদদাতা যাজকীয় অভিষেকের মধ্য দিয়ে কেউ ক্ষমতা বা পদ লাভ করে না। বরং যাজকীয় অভিষেক সংস্কার হচ্ছে সেবার দায়িত্বলাভ। রাজশাহী ধর্মপ্রদেশের কাথিড্রালে ৩০ ডিসেম্বর ডিকন সৈকত বেনেডিক্ট কুলেন্তুনু, সিএসসি’র যাজকীয় অভিষেক অনুষ্ঠানে বিশপ জের্ভাস রোজারিও এই কথা বলেন। তিনি আরো বলেন, বনপাড়া ধর্মপল্লীর সন্তান ডিকন সৈকত, সিএসসি কৌমার্য, বাধ্যতা ও দারিদ্রতার ব্রত গ্রহণের মধ্য […]














