খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশীয় পালকীয় সম্মেলন
সংবাদদাতা: প্রতিবেদন কমিটি খ্রিস্ট জন্মজয়ন্তী বর্ষে বিশ্ব মণ্ডলীর সাথে একাত্ম হয়ে রাজশাহী ধর্মপ্রদেশ “খ্রিস্ট-জয়ন্তী: আশার তীর্থযাত্রায় অংশগ্রহণ” মূলভাব নিয়ে ধ্যান করছে। আমাদের অনেক আশা আছে; আর আশাই আমাদের সামনে এগিয়ে চলতে প্রেরণা দেয়, শক্তি জোগায় ও পথ দেখায়। আমরা জানি এই জগতের সকল আশা পূর্ণ হয় না। তবুও আমরা আশা করি- আশায় বুক বাঁধি। আমাদের […]