প্রয়াত ফাদার পিটার ডেভিড পালমার স্মরণে উৎসর্গ করা হলো স্মারণিক খ্রিস্টযাগ
সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস আন্ধারকোঠা ধর্মপল্লীতে প্রয়াত ফাদার পিটার ডেভিড পালমার স্মরণে স্মারণিক খ্রিস্টযাগ উৎসর্গ করা হয় । ১১ জানুয়ারি খ্রিস্টযাগে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী আরও উপস্থিত ছিলেন ফাদার প্রেমু রোজারিও , ফাদার সনেট কস্তা এবং ফাদার সিজার কস্তা। খ্রিস্টযাগে বাণী সহভাগীতা করেন ফাদার […]














