মুণ্ডুমালা ধর্মপল্লীর দিব্যস্থলীতে ফাদার জের্ভাস মুরমু’র ধন্যবাদ খ্রিস্টযাগ
সংবাদদাতা: লর্ড রোজারিও নব অভিষিক্ত ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু তার নিজগ্রাম দিব্যস্থলীতে ধন্যবাদের খ্রিস্টযাগ উৎসর্গ করেন। ২২ নভেম্বর ধন্যবাদের খ্রিস্টযাগে রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, উন্নয়ন পরিচালক ফাদার উইলিয়াম মুরমু,মুন্ডুমালা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বার্ণাড টুডুসহ ৭ জন যাজক, রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, ১১ জন সিস্টার, ১৪ জন সেমিনারিয়ান ও […]














