রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়ার্ল্ডওয়াইড ম্যারেজ এনকাউন্টার সপ্তম সপ্তাহান্ত অনুষ্ঠিত
সংবাদদাতা: কমিশন প্রতিনিধি খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়ার্ল্ডওয়াইড ম্যারেজ এনকাউন্টার, বাংলাদেশ (এমই) ৭ম সপ্তাহান্ত। ৬ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত সপ্তাহান্তে বিভিন্ন ধর্মপল্লী থেকে আঠারো জোড়া দম্পত্তি অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণটি ফাদার বাপ্পি ক্রুশ এবং দুইজোড়া দম্পত্তি ফ্লোরেন্স-মার্কাস এবং আলো-বৈদ্যনাথ পরিচালনা করেন। ফ্লোরেন্স-মার্কাস দম্পত্তি প্রশিক্ষণে বলেন, দম্পত্তির মধ্যেকার ভালবাসা হচ্ছে স্বর্গীয় আনন্দের মতো। […]














