মথুরাপুর ধর্মপল্লীতে পালকীয় সম্মেলন-২০২২
গত ১৮ ফেব্রুয়ারি, ২০২২ রোজ শুক্রবার, “দায়িত্বপ্রাপ্ত সেবকের আহ্বান: কৃতজ্ঞ হও” এই মূলসুরের উপর ভিত্তি করে অর্ধদিবস ব্যাপী ধর্মপল্লীর ‘পালকীয় সম্মেলন’ সাধ্বী রীতা’র ধর্মপল্লী মথুরাপুরে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী, সহকারী পাল-পুরোহিত ফাদার স্বপন মার্টিন পিউরীপিকেশন, ধর্মপল্লীর সিস্টারগণ, পালকীয় পরিষদের সকল সদস্য-সদস্যা, অন্যান্য সংঘ (প্রভাত তারা, এসভিপি, […]














