রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষোত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ
সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্যোগে তিনটি ভিকারিয়ায় অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষোত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ। ২৮ মে উত্তর ভিকারিয়ার ভূতাহারা, দক্ষিণ ভিকারিয়ার গুল্টা ধর্মপল্লী এবং ৩০ মে মধ্য ভিকারিয়ার খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তিনটি ভিকারিয়ার ধর্মপল্লীগুলো থেকে ৩৮১জন এতে অংশগ্রহণ করে। এসএসসি পরীক্ষোত্তর খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণের মূলসুর ছিল ‘যুবারা […]














