রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো কাটেখিস্টদের জন্য জুবিলী সেমিনার
সংবাদদাতা: সুশীল টুডু রাজশাহী ধর্মপ্রদেশীয় বাইবেলীয় ও কাটেক্যাটিক্যাল কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে বিভিন্ন ধর্মপল্লীর চল্লিশজন কাটেখিস্ট মাস্টার ও সিস্টার নিয়ে অনুষ্ঠিত হয় জুবিলী সেমিনার। ১১ থেকে ১৩ আগষ্ট অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন কমিশনের আহ্বায়ক ফাদার ফাবিয়ান মারাণ্ডী ও খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রের পরিচালক ফাদার সাগর কোড়াইয়া। জুবিলী সেমিনারের মূলভাব ছিলো, “খ্রিস্ট জন্মজয়ন্তী উৎসব ও […]