রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়াইসিএস দিবস-২০২৪
” যিশুর পথে, যিশুর পানে, চলি মোরা, একতানে; আমরা ওয়াইসিএস” মূলসুরকে কেন্দ্র করে গত ৯ অক্টোবর ২০২৪ দুপুর ৩ টা থেকে ১২ অক্টোবর সকাল পর্যন্ত বোর্ণী ধর্মপল্লীতে ফাদার, সিস্টার ও এনিমেটরসহ মোট ১১০ জন ওয়াইসিএস বন্ধুদের নিয়ে রাজশাহী ধর্মপ্রদেশীয় ওয়াইসিএস দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই অংশগ্রহণকারীদের কীর্তনযোগে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে বাইবেল শোভাযাত্রা, প্রদীপ […]