মথুরাপুর ধর্মপল্লীতে বার্ষিক পালকীয় কর্মশালা-২০২৪
‘মিলন সাধনা: অন্তর্ভুক্তি ও সংহতি’ এই মূলসুরের আলোকে মথুরাপুর ধর্মপল্লীতে গত ০৪ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয় ধর্মপল্লীর বার্ষিক পালকীয় কর্মশালা। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের সর্বমোট ১০৩ জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন। প্রার্থনা, উদ্বোধন নৃত্য ও পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। এরপর শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা ‘মিলন […]