মহাসমারোহে গোপালপুরে স্বর্গোন্নীতা মারিয়ার পর্ব পালন
আজ ১৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার মহাসমারোহে পালিত হলো গোপালপুর ধর্মপল্লীর প্রতিপালিকা স্বর্গোন্নীতা মারিয়ার মহাপর্ব। পর্বীয় খ্রিস্টযাগ শুরু হবার পূর্বে শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ডিডি, ফাদার, ব্রাদার, সিস্টারদের রেসিডেন্স হাউজ থেকে পাহাড়িয়া গান ও নাচের মাধ্যমে শোভাযাত্রা করে গির্জার মাঠ প্রাঙ্গণে এসে শোভাযাত্রা শেষ হয়। পরে বিশপ মহোদয় ও শ্রদ্ধেয় ফাদার আন্তনি হাঁসদা, বর্তমানে […]