নবাইবটতলা সেন্ট যোসেফ’স নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ – ২০২৪
গত ১১ জুন ২০২৪ খ্রিস্টাব্দ সেন্ট যোসেফ্স নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, নবাইবটতলা, গোদাগাড়ীতে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। এতে একশতাধিক অভিভাবক অংশগ্রহণ করে। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং পাল-পুরোহিত নবাইবটতলা রক্ষাকারিণী মা-মারিয়ার ধর্মপল্লী; প্রধান অতিথির আসন অলংকৃত করেন ফাদার আতুরো পিমে; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্রাহাম এক্কা, […]