নবাই বটতলা ধর্মপল্লীতে আহ্বান উৎসব
মে ০৩, ২০২৪ খ্রিস্টাব্দ ‘যিশুর আহ্বান : তুমি আমার সঙ্গে চল’- মূলসুরের উপর ভিত্তি করে নবাই বটতলা ধর্মপল্লীতে বিভিন্ন গ্রাম হতে আগত ৬ষ্ঠ শ্রেণী হতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের যুবক-যুবতীদের নিয়ে সারাদিনব্যাপী আহ্বান উৎসবের আয়োজন করা হয়। এতে ২৩৫ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানসূচীতে ছিলো যিশু ডাকেন তোমায় প্রবেশ গীতিতে নৃত্যের তালে তালে শোভাযাত্রাসহ পবিত্র খ্রিস্টযাগ, মূলভাবের উপর ফাদার […]