নবনবীতে অনুষ্ঠিত হলো পাদুয়ার সাধু আন্তনীর পর্ব
সংবাদদাতা: ফাদার উত্তম রোজারিও সুরশুনিপাড়া ধর্মপল্লীর অন্তর্গত নবনবী গ্রামে ভাবগাম্ভির্য ও ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হলো পাদুয়ার সাধু আন্তনীর পর্বোৎসব। ১৩ জুন অনুষ্ঠিত পর্বীয় খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা, খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রের পরিচালক ফাদার সাগর কোড়াইয়া, ফাদার উত্তম রোজারিও, ডিকন অনু গমেজ এবং ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম ও অন্যান্য ধর্মপল্লী থেকে আগত খ্রিস্টভক্তগণ। তিনদিনের […]