রমনা কাথিড্রালে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজকদের বার্ষিক নির্জনধ্যান
নিজস্ব সংবাদদাতা ঢাকা মহাধর্মপ্রদেশের রমনা কাথিড্রালে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজকদের বার্ষিক নির্জনধ্যান। ১৫ থেকে ২০ এবং ২২ থেকে ২৭ সেপ্টেম্বর দুটি দলে এই নির্জনধ্যান অনুষ্ঠিত হয়। দুটি দলে ৪জন বিশপ ও ১৭১জন ধর্মপ্রদেশীয় যাজক নির্জনধ্যানে অংশগ্রহণ করেন। “যীশুর পথে, মা মারীয়ার সাথে যাজক” মূলভাবের আলোকে ফাদার মার্কুস মুর্মু নির্জনধ্যান পরিচালনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ […]














