মুশরইলে সাধু পিতরের পর্ব উদযাপন
সংবাদদাতা: লর্ড রোজারিও সাধু পিতর ছিলেন মণ্ডলীর প্রথম পোপ। পাথর হচ্ছে একটি বিল্ডিং বা গৃহের শক্ত ভিত্তি আর যিশু সেই পিতর অর্থ্যাৎ প্রস্তরের ওপর মণ্ডলী স্থাপন করেছিলেন। সাধু পিতরের রক্তে যে মণ্ডলী স্থাপিত হয়েছে তা কখনো বিলীন হবে না। ২২ ফেব্রুয়ারি মুশরইল ধর্মপল্লী ও সেমিনারির প্রতিপালক সাধু পিতরের মহাপর্বীয় খ্রিস্টযাগে ফাদার দিলীপ এস. কস্তা একথা […]