প্রতিবন্ধী ভাই-বোনদের সাথে প্রাক্ বড়দিন উদযাপন
গত ১৮ ডিসেম্বর রাজশাহী ধর্মপ্রদেশে স্নেহনীড়ে প্রতিবন্ধী ভাইবোনদের নিয়ে উদযাপন করা হয় প্রাক্ বড়দিন ২০২২ খ্রিস্টাব্দ। এতে উপস্থিত ছিলেন ফাদার সুনীল ডানিয়েল রোজারিও, ফাদার বাবলু কোড়াইয়া, শান্তিরাণী সম্প্রদায়ের সুপিরিয়র সিস্টার বীনাসহ তাদের কাউন্সিলরগণ এবং প্রতিবন্ধী ভাই-বোনদের বাবা ও মা এবং অভিভাবকবৃন্দ। কর্মসূচীর স্নেহনীড়ের পরিচালিকা সিস্টার দীপিকা পালমা অভিভাবকবৃন্দের সাথে মত বিনিময় করেন এবং ফলাফল প্রদান […]














