রাজশাহী ধর্মপ্রদেশের উত্তর ভিকারিয়ায় অনুষ্ঠিত হলো ফাদার ও সিস্টারদের পাস্কা পুনর্মিলনী
সংবাদদাতা: ফাদার স্বপন পিউরীফিকেশন রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী-ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে চাঁদপুকুর ধর্মপল্লীতে উত্তর ভিকারিয়ায় সেবাদানরত ফাদার ও সিস্টারদের পাস্কা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ৯ মে অনুষ্ঠিত পুনর্মিলনীর মূলভাব ছিলো ‘এম্মাউসের পথে যিশুর সাথে যাত্রা’। উত্তর ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী ও প্রতিষ্ঠানে সেবাদানরত ২৭ জন ফাদার-সিস্টার এতে অংশগ্রহণ করেন। সাক্রামেন্তীয় আরাধনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কমিশনের […]