সুরশুনিপাড়া ধর্মপল্লীর দুধাই গ্রামে নবনির্মিত গির্জাঘর উদ্বোধন ও আশীর্বাদ
সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়া’র অন্তর্গত দুধাই গ্রামে নবনির্মিত গির্জাঘর আশীর্বাদ ও উদ্বোধন করা হয়। ৭ ডিসেম্বর নবনির্মিত গির্জাঘর উৎসর্গ করা হয় ঈশ্বর জননী মা মারীয়া’র নামে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। সাঁন্তালী দারাম ও পা ধোয়ানোর মধ্য দিয়ে বিশপ ও ফাদারদের বরণ করে নেওয়া হয়। খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, ঈশ্বর […]














