ছাত্র-ছাত্রীদের জন্য অনুষ্ঠিত হলো খ্রিস্টধর্ম বিষয়ক সেমিনার
বরেন্দ্রদূত সংবাদদাতা রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে রাজশাহী কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে ছাত্র-ছাত্রীদের জন্য খ্রিস্টধর্ম বিষয়ক সেমিনার। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত সেমিনারে শহরের বিভিন্ন হোস্টেল ও ধর্মপল্লী থেকে ২৭৮ জন অংশগ্রহণ করে। ধর্মশিক্ষার পাশাপাশি সেমিনারে আরো ছিলো আগমনকালীন আধ্যাত্মিক বিষয়ক সেমিনার। আগমনকালীন বিষয়ে আলোচনা করেন ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ। তিনি বলেন, কাথলিক মণ্ডলীতে পাপস্বীকার হলো আমাদের […]














