সাধু পিতর সেমিনারীতে জাতীয় যুব ক্রুশ বরণ ও বিশেষ প্রার্থনানুষ্ঠান
সংবাদদাতা: লর্ড দানিয়েল রোজারিও রাজশাহী ধর্মপ্রদেশের সাধু পিতরের সেমিনারী, মুশরইলে জাতীয় যুব ক্রুশ বরণ, ক্রুশ অর্চনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৪ আগষ্ট সন্ধ্যা ৬টায় সাধু পিতর সেমিনারিতে শোভাযাত্রা করে কীর্তন সহযোগে জাতীয় যুব ক্রুশ বরণ করা হয়। এরপর ছিলো ক্রুশ অর্চনা, মাল্যদান ও ভক্তি নিবেদন। অনুষ্ঠানে সেমিনারীর পরিচালক, আধ্যাত্মিক পরিচালক, সিস্টার, সেমিনারীয়ান ও […]