রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো যাজকীয় অভিষেক
বরেন্দ্রদূত সংবাদদাতা রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো যাজকীয় অভিষেক অনুষ্ঠান। ২১ নভেম্বর সাতজন ডিকন যাজকীয় অভিষেক লাভ করেন। অভিষেক অনুষ্ঠানে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল ধর্মপ্রদেশের বিশপ ইম্মানুয়েল রোজারিও, বাংলাদেশ হলিক্রস যাজকসংঘের সহকারী প্রভিন্সিয়াল ফাদার সুশান্ত আন্তনী গমেজ, সিএসসি, উল্লেখযোগ্য সংখ্যক ফাদার, ডিকন, ব্রাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তগণ। ২০ […]














