বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আগমনকালীন আধ্যাত্মিক প্রস্তুতি
সংবাদদাতা: প্রতীক রোজারিও স্কুল ও কলেজপড়ুয়া পঞ্চাশজন ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে আগমনকালীন আধ্যাত্মিক প্রস্তুতি। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত আধ্যাত্মিক প্রস্তুতির মূলসুর ছিলো “হে ঐশ^রিক মশীহ এসো”। ফাদার ব্লেইস কস্তার পরিচালনা এবং ফাদার উজ্জ্বল রিবেরু ও সিস্টার রুলিতা খালকোর সহযোগিতায় আগমনকালীন প্রস্তুতি ও পাপস্বীকার অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার উজ্জ্বল রিবেরু। উপদেশে তিনি বলেন, […]














