মুক্তিদাতা হাইস্কুলে অনুষ্ঠিত হলো নবীনবরণ অনুষ্ঠান
সংবাদদাতা: ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন, সিএসসি শিক্ষার্থীরা তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা দেশের কল্যাণে নিজেদের বিলিয়ে দিবে। দেশ ও জাতির উন্নয়নে তোমাদের ভূমিকা থাকবে সবার উপরে। ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে, তোমাদের হয়ে উঠতে হবে খাঁটি ও আর্দশ ব্যক্তি। ১৮ ফেব্রুয়ারি বাগানপাড়ার মুক্তিদাতা হাইস্কুলে নবীনবরণ অনুষ্ঠানে সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডী এই কথা বলেন। […]