অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশের বিসিএসএম এর যুব সেমিনার
সংবাদদাতা: সৈকত জেমস কাউরিয়া “বৈষম্যহীন সম্প্রীতির বন্ধনে শান্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠায় যুব সমাজের প্রত্যাশা” মূলসুরের ওপর বাংলাদেশ কাথলিক স্টুডেন্টস মুভমেন্ট (বিসিএসএম), রাজশাহী ধর্মপ্রদেশের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে যুব সেমিনার অনুষ্ঠিত হয়। ২৮ থেকে ২৯ মার্চ অনুষ্ঠিত এই সেমিনারে BCSM- এর সকল ইউনিট ও ধর্মপল্লীর প্রতিনিধি যুবারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। সেমিনারটি আমন্ত্রিত ফাদার ও সিস্টারগণের আসনগ্রহণ […]