অনুষ্ঠিত হলো কারিতাস মাইক্রোফাইনান্স কর্মসূচীর কর্মশালা
সংবাদদাতা: জন রিচার্ড রোজারিও “ঋণ কার্যক্রমে, আমরা সফল হবো” মূলসুরের আলোকে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্র রাজশাহীতে কারিতাস কেন্দ্রিয় সিএমএফপি টিমের সার্বিক পরিচালনায় এবং আঞ্চলিক সিএমএফপি ক্রেডিট অফিসারদের অংশগ্রহণে মাইক্রোফাইনান্স কর্মশালা অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল কারিতাস নির্বাহী পরিচালক মি. সেবাষ্টিয়ান রোজারিও, দেশের বাহিরে অবস্থান করার কারণে জুম লিংক-এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় সভাপতিত্ব […]