খ্রিস্টিয় উপাসনা সঙ্গীতে ফাদার সুনীল ডানিয়েল নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী
ফাদার সাগর কোড়াইয়া দ্বিতীয় ভাটিকান মহাসভার পর মাতৃভাষায় উপাসনা রীতির চালু একটি যুগান্তকারী সিদ্ধান্ত। পৃথিবীর অন্যান্য দেশের মতো বোর্ণী, বনপাড়া ও মথুরাপুর ধর্মপল্লীর বয়স্ক খ্রিস্টভক্তরা কোনভাবেই এই সিদ্ধান্ত করতে পারেননি। যেহেতু তারা ল্যাটিন ভাষায় উপাসনা করে অভ্যস্ত তাই এটা হওয়াটা স্বাভাবিকই ছিলো। একটি ঘটনার কথা এখানে বলা যেতে পারে। অত্র এলাকায় খ্রিস্টযাগে হারমোনিয়াম-তবলা বাজিয়ে সঙ্গীত […]