পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ কাথলিক মণ্ডলীর শোক প্রকাশ
তারিখ: ২২ এপ্রিল ২০২৫ প্রেস বিজ্ঞপ্তি কাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু এবং ভাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস-এর মৃত্যুতে বাংলাদেশ খ্রিস্টমণ্ডলী গভীর শোক প্রকাশ করছে। মান্যবর পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল ২০২৫ তারিখে ভাটিকানের কাজা সান্তা মার্তা নামক নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৮ বছর। পোপ ফ্রান্সিস ছিলেন এক অসাধারণ মানবতাবাদী নেতা, যিনি শান্তি, সহানুভূতি […]