একজন ন্যায্যতাপূর্ণ মানবিক ও দরিদ্র পোপের গল্প
ফাদার সাগর কোড়াইয়া আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে ১৭ ডিসেম্বর ১৯৩৬ খ্রিস্টাব্দে পোপ ফ্রান্সিসের জন্ম। জন্মের পর নাম রাখা হয় জর্জ মারিও বার্গোগলিও। ইতালীয় বংশোদ্ভূত এই ছেলেটি বড় হচ্ছিল এক অনাড়ম্বর পরিবারে। বাবা ছিলেন রেলওয়ের হিসাবরক্ষক, আর মা ঘর সামলাতেন। পাঁচ ভাইবোনের মধ্যে জর্জ ছিল একেবারে মাঝামাঝি। খেলাধুলায় খুব উৎসাহী ছিলো না। তবে বই পড়তো খুব। জর্জ […]