পোপ ফ্রান্সিসের স্মরণে অনুষ্ঠিত হলো স্মারণিক খ্রিস্টযাগ
সংবাদদাতা: লর্ড ডানিয়েল রোজারিও পোপ ফ্রান্সিসের জীবন ছিলে একেবারেই সাধারণ; যা তিনি মৃত্যুর পরেও প্রমাণ করে গিয়েছেন। শুধু কথাই নয় বরং তাঁর জীবনাদর্শ দ্বারা দেখিয়েছেন যে তিনি একজন নিখাঁদ ভালো মানুষ ও একজন সাধু ব্যক্তি। তিনি কাথলিক মণ্ডলীর বিশপ ও যাজকদের পরামর্শ দিয়েছেন নম্র হতে। জনগণের সঙ্গে একাত্ম হয়ে একটি শক্তিশালী, মিলনধর্মী ও টেকসই মণ্ডলী […]