রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ায় অনুষ্ঠিত হলো আহ্বানমেলা
সংবাদদাতা: ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়ার বনপাড়াতে রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজক ও ব্রতধারি-ধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো আহ্বামেলা। দক্ষিণ ভিকারিয়ার বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত অষ্টম হতে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৮১জন যুবক-যুবতীরা এই আহ্বানমেলায় অংশগ্রহণ করে। ১৫ জুন ‘যিশুর আহ্বান- ‘আমি তোমাকে করে তুলবো মানুষ ধরার জেলে’ মূলসুরের ওপর অর্ধদিবসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। […]