রহনপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা
সংবাদদাতা: ফাদার মুকুট গ্রেগরী বিশ্বাস খ্রিস্টভক্ত হিসাবে আমরা প্রত্যেকে আশার তীর্থযাত্রায় অংশগ্রহণ করতে পারি। শুধুমাত্র বাহ্যিকভাবে কোন তীর্থস্থানে উপস্থিত থেকেই যে আমরা তীর্থে অংশগ্রহণ করব তা নয় বরং সে তীর্থস্থানে না গিয়েও আধ্যাত্মিকভাবে এবং মনের বিশ্বাস নিয়ে তীর্থে অংশগ্রহণ করতে পারি। সাধু যোসেফের ধর্মপল্লী, রহনপুরে অনুষ্ঠিত বার্ষিক পালকীয় কর্মশালায় ফাদার বাবলু কোড়াইয়া রাজশাহী ধর্মপ্রদেশীয় আসন্ন […]