সৃজনশীল যুবসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচী
সংবাদদাতা: জ্যোতি মুরমু লুইসপাড়া ধর্মপল্লীর সৃজনশীল যুবসংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। ২৩ জুন অনুষ্ঠিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৃজনশীল যুবসংঘের উপদেষ্টা জন পলাশ হাঁসদা, সহসভাপতি সঞ্জয় সরেন, সাধারণ সম্পাদক জ্যোতি মুরমু, সহসাধারণ সম্পাদক লরেন্স জন মারাণ্ডী ও ধর্ম বিষয়ক সম্পাদক জন বিধান মারাণ্ডী। সৃজনশীল যুবসংঘের উপদেষ্টা জন পলাশ হাঁসদা বৃক্ষরোপণ অনুষ্ঠানে বলেন, গাছ আমাদের […]