আন্ধারকোঠা ধর্মপল্লীতে নিত্য সাহায্যকারিণী মা মারীয়ার পর্ব উদযাপন
ডিকন সনেট কস্তা নয়দিনের নভেনা ও পাপস্বীকারের মধ্যদিয়ে আধ্যাত্মিক প্রস্ততি শেষে ২৭ জুন আন্ধারকোঠা ধর্মপল্লীর প্রতিপালিকা নিত্য সাহায্যকারিণী মা মারীয়ার পর্ব উদযাপন ও ২৪ জন ছেলেমেয়ের প্রথম পাপস্বীকার এবং প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান করা হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার অনীল মারাণ্ডী। এছাড়াও উপস্থিত ছিলেন পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ফাদার ডেভিড পালমা, ডিকন সনেট কস্তা, […]