গভীর আঁধারে আলোর খোঁজ
সিরিজ ১ ভোরের আলো তখনো ফোটেনি, ঘুম জড়ানো চোখে আমি দাদার হাত ধরে রওনা দিতাম। ঠান্ডা বাতাসে কাঁপা কাঁপা শরীর, কিন্তু দাদার উষ্ণ হাত ছিল আশ্বাসের মতো। পায়ের নিচে শিশির ভেজা ঘাস, মাথার উপর তখনো থমকে থাকা চাঁদের আলোয় চারপাশে ছায়া আর আলোয় গাঁথা এক অপার্থিব জগৎ—সব মিলিয়ে এক রহস্যময় দৃশ্যপট। দুরুদুরু বুকে কালি বাড়ি […]