চাঁদপুকুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা
সংবাদদাতা: ডিকন আলবার্ট বকুল ক্রুশ “খ্রিস্ট জুবিলী: আশার তীর্থযাত্রায় আমাদের অংশগ্রহণ” মূলসুরের ওপর চাঁদপুকুর শান্তিরাজ খ্রিস্ট ধর্মপল্লীতে ২ থেকে ৩ জুলাই অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া, সহকারী পুরোহিত ফাদার মাইকেল হাঁসদা, ফাদার প্রেমু রোজারিও ও সিস্টারসহ ৫৮জন খ্রিস্টভক্ত। কর্মশালার শুরুতে পাল-পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া উদ্বোধনী বক্তব্যে কর্মশালার […]