অনুষ্ঠিত হলো সুরক্ষা বিষয়ক কর্মশালা
সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো সুরক্ষা বিষয়ক কর্মশালা। ৪ থেকে ৫ জুলাই অনুষ্ঠিত এই কর্মশালাতে বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ১০৩জন অংশগ্রহণ করে। কর্মশালার প্রথম দিনের অনুষ্ঠানটি ছিলো দক্ষিণ কোরিয়া থেকে আগত অতিথিদের নিয়ে আলোচনা সভা। পাহাড়িয়া ও সাঁন্তাল কৃষ্টিতে নৃত্য ও পা ধোয়ানোর মধ্য দিয়ে অতিথিদের বরণ করা হয়। […]