বনপাড়াতে অনুষ্ঠিত হলো সুরক্ষা বিষয়ক সেমিনার
সংবাদদাতা: ফাদার শ্যামল জেমস গমেজ “যুবপ্রাণ ও সুরক্ষিত জীবন” মূলসুরকে কেন্দ্র করে লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী বনপাড়ায় অনুষ্ঠিত হলো সারাদিনব্যাপী সুরক্ষা বিষয়ক সেমিনার। ১১ জুলাই ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার শ্যামল জেমস্ গমেজ কতৃর্ক খ্রিস্টযাগ উৎসর্গের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। খ্রিস্টযাগের উপদেশে ফাদার শ্যামল বলেন, ঈশ্বর জীবন ও সুরক্ষা দুটোই সুন্দরভাবে পরিচালনা করেন। […]