জুলাই মাসে পোপ মহোদয়ের প্রার্থনার উদ্দেশ্য “অবধারণ পদ্ধতিতে গঠনের জন্য প্রার্থনা করা”
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি এসো আমরা প্রার্থনা করি যাতে আমরা জানতে পারি কীভাবে অবধারণ করতে হয় এবং কীভাবে খ্রিস্টিয় জীবনের পথ বেছে নিতে হয় এবং যে-পথ যিশুখ্রিস্ট ও মঙ্গলসমাচার থেকে আমাদের দূরে নিয়ে যায় তা বর্জন করতে হয়। প্রথমেই আমাদের জানতে হয় “অবধারণ” শব্দের অর্থ কী? “অবধারণ” হচ্ছে জানার পদ্ধতি বা প্রক্রিয়া, ধারণা বা জ্ঞান […]