রাজশাহী ধর্মপ্রদেশীয় মেজর সেমিনারীয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো মিলনমেলা
নিজস্ব সংবাদদাতা পবিত্র আত্মা উচ্চ সেমিনারী, বনানীতে অধ্যয়নরত রাজশাহী ধর্মপ্রদেশের সেমিনারীয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো মিলনমেলা। ১৮ থেকে ২০ জুলাই উত্তম মেষপালক ক্যাথিড্রাল, বাগানপাড়া ধর্মপল্লীতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলার মূলভাব ছিলো, ‘যাজক প্রার্থীদের গঠন জীবনে প্রার্থনার গুরুত্ব ও দৃঢ় বিশ্বাসে আশায় পথচলা’। উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও, […]