রাজশাহী ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার
সংবাদদাতা: সৃষ্টি হেম্ব্রম রাজশাহী ধর্মপ্রদেশের উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে সারাদিনব্যাপী ওয়াইসিএস সেমিনার অনুষ্ঠিত হয়। ১৮ জুলাই অনুষ্ঠিত সেমিনারে ফাদার, সিস্টার, এনিমেটর ও বিভিন্ন গ্রাম থেকে ২২০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়, খ্রিস্টযাগে পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের যুব কমিশনের কো-অর্ডিনেটর ফাদার জেমস শ্যামল গমেজ। উপদেশে তিনি বলেন, যুবক-যুবতীদের অনেক গুণাবলী […]