বোর্ণী ধর্মপল্লীতে উদ্বোধন করা হলো বিসিএসএম এবং ওয়াইসিএস মিলনায়তন
সংবাদদাতা: প্রতীক রোজারিও আমরা তোমাদের পাশে রয়েছি তোমরা যুবারা সৎ পথে সামনের দিকে এগিয়ে যাও। ছোট ছোট উদ্যোগ গ্রহণের মাধ্যমে তোমরা বড় কিছু করতে পারবে। ২৭ জুলাই বোর্ণী ধর্মপল্লীতে বিসিএসএম এবং ওয়াইসিএস মিলনায়তন আশীর্বাদ এবং উদ্বোধন অনুষ্ঠানকালে পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা এই কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে ৫৫জন বিসিএসএম এবং ওয়াইসিএস সদস্যসহ আরো উপস্থিত ছিলেন […]