সুরশুনিপাড়া ধর্মপল্লীর নবনবী গ্রামে অনুষ্ঠিত হলো পবিত্র শিশুমঙ্গল সেমিনার
সংবাদদাতা: ফাদার উত্তম রোজারিও প্রভু যিশু শিশুদের ভালবাসেন কারণ শিশুরা নির্মল ও পবিত্র। খ্রিস্ট জন্মজয়ন্তীর এই জুবিলী বর্ষে শিশুদের মতো সহজ, সরল ও পবিত্র হতে যিশু আমাদের আহ্বান করেন। সুরশুনিপাড়া ধর্মপল্লীর নবনবী গ্রামে ৯ আগষ্ট অনুষ্ঠিত পবিত্র শিশু মঙ্গল সেমিনারের উদ্বোধনী খ্রিস্টযাগের উপদেশে ফাদার উত্তম রোজারিও এই কথা বলেন। নবনবী গ্রামসহ আশে-পাশের আরো ৭টি গ্রামের […]