মথুরাপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা
সংবাদদাতা: ডিকন জের্ভাস মুরমু সাধ্বী রীতা’র ধর্মপল্লী, মথুরাপুরে অনুষ্ঠিত হলো পালকীয় কর্মশালা। ৮ আগষ্ট অনুষ্ঠিত পালকীয় কর্মশালায় উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিও, সহকারী পাল পুরোহিত ফাদার পিউস গমেজ, সিস্টার, পালকীয় পরিষদের সদস্য-সদস্যা ও গ্রাম থেকে আগত প্রতিনিধিসহ ১৬০জন। বিশপের পালকীয় পত্রের আলোকে আলোচনা করেন ফাদার দিলীপ এস. কস্তা। ডিকন জের্ভাস গাব্রিয়েল মুরমু’র প্রার্থনা, […]