খ্রিস্টজ্যোতি পালকীয় সেন্টার, রাজশাহীতে অনুষ্ঠিত হলো পরিবার জীবন পরিষদ বিষয়ক কর্মশালা
সংবাদদাতা: বেনেডিক্ট মূর্মূ বাংলাদেশ বিশপ সন্মিলনীর জাতীয় পরিবার জীবন পরিষদ কমিশনের উদ্যোগে খ্রিস্টজ্যোতি পালকীয় সেন্টার, রাজশাহীতে অনুষ্ঠিত হলো পারিবারিক জীবন বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ। ১৪ থেকে ১৬ আগষ্ট অনুষ্ঠিত কর্মশালায় রাজশাহী এবং দিনাজপুর ধর্মপ্রদেশ থেকে ৬০জন অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ বিশপ সন্মিলনীর পরিবার জীবন বিষয়ক পরিষদের সেক্রেটারি ফাদার স্ট্যানিসলাউস গমেজ, রাজশাহী ধর্মপ্রদেশীয় পারিবারিক জীবন বিষয়ক কমিশনের […]