Posts from August 17, 2025

1 Item

খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল এনিমেটর সেমিনার

by Barendradut

সংবাদদাতা: সাগরী গমেজ রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএস’এর উদ্যোগ খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল এনিমেটর সেমিনার। ১৪ থেকে ১৬ আগষ্ট অনুষ্ঠিত সেমিনারের মূলসুর ছিলো “খ্রিস্টই আমাদের আশার আলো”। রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে ১০৫জন শিশু এনিমেটর সেমিনারে অংশগ্রহণ করেন। উদ্বোধনী খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএস’এর আহ্বায়ক ফাদার […]