রোম আশার নগরী: যুবাদের জুবিলী ২০২৫ খ্রিস্টাব্দ
ফাদার বিকাশ রিবেরু, সিএসসি বিশ্ব ভ্রাতৃত্বের অভিজ্ঞতা লাভ ও ঈশ্বরের সাথে যুবাদের সাক্ষাতের আকাঙ্খায় “আশার তীর্থযাত্রী” হিসাবে গত ২৭ জুলাই বাংলাদেশ থেকে বিশপীয় যুব কমিশনের তত্ত্বাবধানে কমিশনের প্রেসিডেন্ট বিশপ সুব্রত বি. গমেজ ও সেক্রেটারী ফাদার বিকাশ জেমস রিবেরু, সিএসসি’র নেতৃত্বে ২৮জনের একটি যুবদল রোমে যুব জুবিলী উৎসবে অংশগ্রহণ করে। এছাড়াও জিজাস ইয়ুথদের কয়েকজন যুবকও এ […]