বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন ও শপথ গ্রহণ অনুষ্ঠান
সংবাদদাতা: ডিকন মাইকেল হেম্ব্রম বোর্ণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পালকীয় সম্মেলন এবং নব নির্বচিত পালকীয় পরিষদের শপথ গ্রহণ ও প্রাক্তন সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান। ২২ আগষ্ট এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ণী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা, ডিকন, সিস্টার এবং নতুন এবং পুরাতন পালকীয় পরিষদের ৫০জন […]